অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে বাংলাদেশি এক দম্পতিকে আটক করেছে ভারতীয় পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহর থেকে তাদের আটক করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাতে পৃথক এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।
পুনে সিটি পুলিশের হাতে আটক হওয়া বাংলাদেশি ওই দম্পতির নাম জে এ আলি খান ও এম আক্তার শিউলি। গোপন সংবাদের ভিত্তিতে পুনের একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জে এ আলি খান বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা এবং সঙ্গে থাকা নারী বাংলাদেশের কেন্দুয়ার বাসিন্দা। দুজনেই দাবি করেছেন যে, তারা বিবাহিত।
জেএন/পিআর