‘ফাদার অব দ্য তালেবান’’ বলে পরিচিত সামিউল হক (৮০) পাকিস্তানের রাওয়াালপিন্ডি শহরে নিহত হয়েছেন।
তার এক আত্মীয় দাবি করছেন, শুক্রবার (২ নভেম্বর) অজ্ঞাতনামা হত্যাকারীরা রাওয়ালপিন্ডির বাড়িতে এসে তাকে ছুরি মেরে হত্যা করে। সামিউল হক উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি মাদ্রাসা পরিচালনা করতেন।
সামিউল হককে তালেবান আন্দোলনের প্রধান নেপথ্য পুরুষ হিসেবে গণ্য করা হয়। কারণ এই আন্দোলনের প্রথম সারির নেতাদের শিক্ষক ছিলেন তিনি। পরে তিনি একটি দল থেকে পাকিস্তানে সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেন। তার ছাত্রদের একজন ছিলেন তালেবান নেতা মোল্লা ওমর। পরে এই মোল্লা ওমরই তালেবান প্রতিষ্ঠা করেন।
তালেবান আন্দোলনের সঙ্গে সম্পর্ক সত্ত্বেও সামিউল হক যে মাদ্রাসা চালাতেন, সেটি পাকিস্তানের আঞ্চলিক সরকারগুলোর কাছ থেকে অর্থ বরাদ্দ পেত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সামিউল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, পাকিস্তান এক গুরুত্বপূর্ণ ইসলামী নেতাকে হারিয়েছে।
জয়নিউজ/আরসি