চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার সময় উপজেলার মাদামবিবিরহাটস্থ নেভি রোডের পুর্ব পার্শ্বে বশর কলোনি ও দিদার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি এবং নৌবাহিনীর ২টিসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দমকল কর্মীরা প্রাথমকভাবে ধারণা করছেন বৈদ্যুতক শর্ট সার্কিট অথবা রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।
ভয়াবহ আগুনে অন্তত ২৫টি আধাপাকা বসতঘর পুড়ে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছে ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. লোকমান জানান, রাত পৌনে ৯টার দিকে একটি রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুনে দুইটি কলোনির ২৫টি আধাপাকা ঘর পুড়ে যায়।
কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দুইটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি এ কর্মকর্তা।
জেএন/পিআর