জেলহত্যা বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে।
জেলহত্যা দিবসে আলোচনা সভায় বক্তারা একথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের আওতাধীন কলেজসমূহ শনিবার (৩ নভেম্বর) নগরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের ভিপি শামীম চৌধুরীর সভাপতিত্বে ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি একরামুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিথুন মল্লিক, মহিউদ্দিন মাহি, নগর ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা কায়ছার হামিদ ,হাজেরাতুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিব জাবেদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মিসকাতুল কবির, ন্যাশনাল পলিটেকনিকলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনতাছের ফারহান।
আলোচনা সভায় অংশ নেয় সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ, বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, পোর্টসিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতা-কর্মীরা।
জয়নিউজ/কাউছার/আরসি