মিরসরাইয়ের মহামায়া লেক থেকে মাছ শিকারের প্রস্তুতিকালে অবৈধ ২ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছে বন বিভাগ।
২৮ জানুয়ারি রাত ২ টায় কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ জানান, নিয়মিত টহলকালীন মহামায়া লেকের দক্ষিণ-পূর্ব পাশে টর্চ লাইটের আলোতে ৫-৬ জনের সঙ্গবদ্ধ দল অবৈধভাবে লেক এ প্রবেশ করতে দেখা যায়। টহল দলের ইঞ্জিন বোটের শব্দ টের পেয়ে বস্তা ভর্তি অবৈধ কারেন্ট জাল ফেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বস্তা ভর্তি ২ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল মহামায়া পার্ক অফিস হেফাজতে রাখা হয়েছে।
জেএন/এফও/এমআর