শান্ত-মুশফিক-রায়ানের ব্যাটে চট্টগ্রামকে হারাল সিলেট

টুর্নামেন্টে তৃতীয় জয়ের অপেক্ষায় থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পুঁজিটা খারাপ ছিল না। কিন্তু নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল আর মুশফিকুর রহিমদের সামনে সেটা খুব ছোট টার্গেট হয়ে গেল। এই ত্রয়ীর ঝোড়ো ব্যাটিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে সিলেট সিক্সার্স। সেটাও আবার ১২ বল হাতে রেখেই। এতে তারা ফরচুন বরিশালকে টপকে উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।

- Advertisement -

রান তাড়ায় নেমে সিলেট স্ট্রাইকার্সকে দুর্দান্ত শুরু এনে দেন নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয়। নবম ওভারে ৬৩ রানের জুটি ভাঙে ১৮ বলে ১৫ রান করা তৌহিদ হৃদয়ের বিদায়ে। তবে থামেননি শান্ত। ৩৬ বলে তুলে নেন টানা দ্বিতীয় ফিফটি। তার সঙ্গী মুশফিকুর রহিমও আগ্রাসী ব্যাট করছিলেন। জুটি দারুণ জমে ওঠে। উপভোগ্য ব্যাটিং করছিলেন দুজনই। ঝোড়ো জুটিতে ভাঙে নাজমুল হোসেন শান্তর বিদায়ে। নিহাদুজ্জামানের বলে চট্টগ্রামের উইকেটকিপার ইরফান শুকুর তাকে স্টাম্পড করেন।

- Advertisement -google news follower

আউট হওয়ার আগে শান্ত খেলেন ৪৪ বলে ৬ চার ২ ছক্কায় ৬০ রানের দারুণ ইনিংস। মুশফিকের সঙ্গী হয়ে রায়ান বার্ল ব্যাটে ঝড় তোলেন। মাত্র ১৬ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি থামেন। তবে দলকে জিতিয়ে ফেরেন মুশফিকুর রহিম। খেলেন ২৬ বলে ৫ চার ১ ছক্কায় ৪১ রানের অপরাজিত ইনিংস। জাকির হাসান অপরাজিত থাকেন ৫ বলে ১২ রানে। ১২ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট স্ট্রাইকার্স।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৪ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই উসমান খানকে (০) ফেরান সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাকওয়ার্ড পয়েন্টে অসাধারণ ডাইভে ক্যাচ নেন জাকির হাসান। ৯৭ রানের মধ্যে চট্টগ্রামের পাঁচ ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এক প্রান্ত আগলে ছিলেন ওপেনার মেহেদি মারুফ। ৩৬ বলে ফিফটি করার পর তার ইনিংস থামে ৫২ রানে। ৪০ বলের ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছক্কা।

- Advertisement -islamibank

মোহাম্মদ আমিরের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে আফিফ হোসেন খেলেন ২৭ বলে ৫ চারে ৩৪ রানের ইনিংস। এর পরই পাঁচে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। ২৬ বলে ফিফটি পূরণ করেন। অপরাজিত থাকেন ২৯ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৪ রানে। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী (১২ বলে ১৫*) তাকে বেশ ভালোই সঙ্গ দিয়েছেন। বেদম মার খেয়েছেন তানজিম সাকিব। ৩ ওভারে তিনি দিয়েছেন ৫২ রান! ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম তোলে ১৭৪ রান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM