জলদস্যুদের ছিনতাই করা বোট প্রযুক্তির সাহায্যে উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরের ইনানী চ্যানেলে অভিযান চালিয়ে বোটটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শুক্রবার রাতে ১৩ জন নাবিক নিয়ে বোটটি মহেশখালী-টেকনাফ চ্যানেলের ইনানী বীচ এলাকায় গেলে জলদস্যুরা ওই বোটের ১২ নাবিককে নামিয়ে দিয়ে। পরে সোনা মিয়া নামে এক মাঝির সহায়তায় বোট ছিনতাই করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, বোটের মালিক বিষয়টি জানালে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই বোটের মালিক ও নাবিকের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে বোট উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ি ও মহেশখালী নৌ পুলিশ সহযোগিতা করেন।
জেএন/হিমেল/এমআর