ভ্যাকসিন জটিলতার কারণে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। এক বছর পরে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিয়ে ইতিহাস গড়লেন জোকোভিচ।
রোববার (২৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে স্ট্রেফানো সিৎসিফাসকে হারিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে স্পেনের রাফায়েল নাদালকে স্পর্শ করলেন জোকোভিচ। ফাইনালে জোকোভিচের কাছে পাত্তাই পায়নি ২৪ বছর বয়সী গ্রীক স্ট্রেফানো সিৎসিফাস। ৬-৩, ৭-৬, ৭-৬ ব্যবধানে প্রথম তিন সেট জিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের করে নেন এই সার্বিয়ান তারকা। শেষ দুটি সেটে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি সেটও জিততে পারেননি স্ট্রেফানো সিৎসিফাস।
অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের শিরোপার সংখ্যা এখন ১০টি। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম এখন স্প্যানিশ মহাতারকা রাদফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের। দুজনেরই মোট গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা এখন ২২টি।
জেএন/এমআর