টাইব্রেকারে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
শনিবার (৩ নভেম্বর) নেপালের আনফা কমপ্লেক্সে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে গোলরক্ষক মেহেদী হাসানের বীরত্বে ৩-২ গোলে জেতে বাংলাদেশ। টাইব্রেকারে পাকিস্তানের তিনটি শট আটকে দেন সেমিতেও ভারতের বিপক্ষে জয়ের এই নায়ক।
ম্যাচে প্রথমেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের রক্ষণে চাপ ধরে রাখা বাংলাদেশ এগিয়ে যায় ২৫ মিনিটেই। কর্নার বিপদমুক্ত করতে গিয়ে হেডে পাকিস্তানের এক খেলোয়াড় নিজেদের জালে বল জড়িয়ে দেন।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও পাকিস্তানের মহিব উল্লাহর স্পট কিক আটকাতে পারেননি গোলরক্ষক মিতুল মারমা। ডি বক্সের মধ্যে হেলাল আহমেদ প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সেই পেনাল্টির গোলে ম্যাচে ফেরে পাকিস্তান। আর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
বদলি গোলকিপার হিসেবে নেমে মেহেদী হাসান বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন ২০১৫ সালের পর প্রতিযোগিতার দ্বিতীয় শিরোপা। অবশ্য সেবার এই প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৬ বয়সীদের নিয়ে।
জয়নিউজ/পার্থ/জুলফিকার