গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সকল দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মন্ত্রিসভাও থাকবে। সংবিধানের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই দাবি করে তিনি বলেন, নির্বাচনকালিন সময়ে মন্ত্রী-এমপিরা নির্বাচনি এলাকায় সরকারি কোন সুযোগ-সুবিধা পাবেন না।
শনিবার (৩ নভেম্বর) বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের চারতলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন, প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল শম্পা রানী সাহা, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, তাজুল ইসলাম নিজামী, মনির আহমদ, সালাহ উদ্দিন আজিজ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী প্যাসিফিক জিন্স লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ফলক উন্মোচন করেন।
জয়নিউজ/জুলফিকার