মানুষের রূপ : এস এম সম্রাট

মানুষের রূপ
এস,এম, সম্রাট

- Advertisement -

দেখিয়াছি আমি বহুরূপের মানুষ
চারিপাশের তিক্ততা শৃংঙ্খল করিয়া,
বিধাতার জপ করিয়াছি ধারন।

- Advertisement -google news follower

পেয়েছিলাম তবে
কিছু ভিন্নরূপী মানুষ,
যারা জীবনের অমৃত করিয়াছে
রোষানলের অনল।

বুঝাইয়াছি মনকে
সবই হয়তো বিধাতার সৃষ্টি,
বাধিয়াছি মন
করিয়াছি পাথর।

- Advertisement -islamibank

তবুও ক্ষান্ত মন লুটাইতে চায়
চায় কিছু মায়া,
আসলেই কি মানুষ এত নির্মম?
বুঝিতে চাহিয়াছি ব্যাপকতা।

তবে ব্যাতিক্রম কিছুই পাইনি বটে,
বুঝিয়াছি জগতের রূপ এমন।
একাকি সময় পোহাইবার আশায়
বাছিয়া নেয় রূপ,

সূর্য উঠিবার সময় হইলে
সমাপ্তির হাতছানি দিতে
বিন্দু মাত্র কার্পণ্যের অনুনয় বাধে না।

মানিতে হইবে,
ইহাই জগত,ইহাই জগতের রূপ
তবুও বিধাতার জপ
বিধাতার সব কীর্তি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM