চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট আগামী এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আগামী এক মাস বন্ধ থাকবে চারুকলা। এ সময় প্রয়োজনে অনলাইনে ক্লাস নেবেন শিক্ষকরা। আজ রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের চারুকলা ক্যাম্পাস ত্যাগের নির্দেশনাও দিয়েছে সিন্ডিকেট।’
এদিকে রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশনা থাকলেও বিষয়টি সম্পর্কে এখনো জানেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানালে এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে আমাদের অফিসিয়ালি এখনো কোনো কিছু জানানো হয়নি।’
মূল ক্যাম্পাসে ফেরাসহ কয়েকটি দাবিতে ৮২ দিনের আন্দোলনের পর ২৩ জানুয়ারি শ্রেণিকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা। তখন চার দফা দাবি জানিয়ে সাত দিনের আল্টিমেটাম দেন তারা। দাবি আদায় না হওয়ায় গত মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
এর মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।
জেএন/এমআর