তুরস্ক ও সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে ৫০ জন নিহত

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এ তথ্য।

- Advertisement -

রয়টার্সের খবরে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৫০ জনের বেশি ‍নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবারের এ দুর্যোগে সিরিয়া, লেবানন ও সাইপ্রাসে ভবন ধসের ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

কর্মকর্তাদের প্রাথমিক বিবৃতিতে তুরস্কের মালতায়া প্রদেশে কমপক্ষে ২৩ জন, সানলিউরফায় ১৭ জন, দিয়ারবাকিরে ছয়জন এবং ওসমানিয়াতে আরও পাঁচজন নিহত হয়েছেন।

এদিকে, এপির খবরে বলা হয়েছে, সিরিয়ায় ভূমিকম্পে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM