কাপ্তাইয়ের  টিসিবির পণ্য পেতে লোকজনের দীর্ঘ লাইন 

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে  খাদ্য গুদাম এলাকা এবং ১ নং  চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান এলাকায় সোমবার (৬ ফেব্রুয়ারী) হতে ফের নবম ধাপে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এসময় লোকজনকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করতে দেখা যায়। 

- Advertisement -

এদিন রাইখালী ইউনিয়নে ১৩ শত জন নির্ধারিত  কার্ডধারী এবং চন্দ্রঘোনা ইউনিয়নে ৮ শত ২২ জনকে টিসিবির পণ্য বিক্রি করা হয় বলে জানান, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।

- Advertisement -google news follower

এসময় প্রতিজন কার্ডধারী তেল ২ লিটার, চিনি ১ কেজি, এবং ডাল ২ কেজি সর্বমোট ৪ শত ২০ টাকা  করে ক্রয় করেন।

এদিকে সোমবার সকাল ১১ টায় রাইখালী ইউনিয়ন এর খাদ্য গুদাম এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন।

- Advertisement -islamibank

এসময় টিসিবির ডিলার বির্দশন বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ২ নং রাইখালী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম উপস্থিত ছিলেন।

জেএন/ঝুলন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM