পাকিস্তানে সংঘর্ষের পর দুটি গাড়ি খাদে পড়ে নিহত ২১

পাকিস্তানে বাস ও কারের মধ্যে সংঘর্ষের পর গাড়ি দুটি খাদে পড়ে অন্তত ২১ জন নিহত ও আরো ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে হতাহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।

- Advertisement -google news follower

স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেছেন, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী।

দুর্ঘটনার সময় বাসটিতে কতসংখ্যক যাত্রী ছিল সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একইসঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

- Advertisement -islamibank

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্যনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: ডন

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM