মিরসরাইয়ে ইটভাটা মালিককে পাঁচ লক্ষ টাকা জরিমানা

মিরসরাইয়ে মোবাইল কোর্ট অভিযানে এম এইচ বি আই ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটা প্রতিষ্ঠানকে অপরিকল্পিতভাবে এবং অনুমতি ব্যতিরেখে পুকুরের মাটি খনন করে তা ইট ভাটায় ব্যবহারের দায়ে নগদ ৫ লক্ষ টাকা জরিমানা করেছে প্রশাসন।

- Advertisement -

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

- Advertisement -google news follower

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইন অমান্য করে মাটি খনন ও ইট ভাটায় ব্যবহারের দায়ে ভাটা মালিক মোজাহের হক চৌধুরীকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এ কাজ না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

- Advertisement -islamibank

জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেএন/জাবেদ/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM