বহুল কাঙ্ক্ষিত কওমি শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করলেন দেশের শীর্ষ আলেমরা। এই স্বীকৃতি প্রদানে মূল ভূমিকা পালন করায় তারা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ‘শুকরিয়া মাহফিল’ শুরু হয়। আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত আছেন দেশের শীর্ষ আলেমরা।
শুকরিয়া মাহফিলের বক্তৃতায় গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমিন ইসলামের জন্য বিশেষ অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী’ উপাধি দেন।
<h5/>জয়নিউজ/আরসি<h5/>