বোয়ালখালীতে বাল্য বিয়ে বন্ধ, কনের মায়ের জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করায় কনের মা’কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি( সন্ধ্যায় চরণদ্বীপ ইউনিয়নে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

- Advertisement -google news follower

তিনি বলেন, বাড়িতে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ অনুষ্ঠানের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ ও বাল্য বিয়ের আয়োজন করায় কনের মা নূর জাহান বেগমকে বাল্য বিয়ে নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়েছে।

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM