গুণীজনকে সম্মানিত করলে সমাজে গুণীজনের জন্ম হয়

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার ও বিএইচআরএফের উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর লায়ন সানা উল্লাহ কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদ্য সভাপতি ও চট্টগ্রাম চকরিয়া সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রিয় কমিটি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

- Advertisement -

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্যরে সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি ৪ বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট গর্ভেনর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

- Advertisement -google news follower

রাকেয়া আক্তার কেয়ার পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লায়ন ডক্টর শ্রী রাম আচার্য্য। প্রধান বক্তা ছিলেন বিএমএফ এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আকতার উদ্দিন রানা।

বিশেষ অতিথি ছিলেনপলি হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, বিএমএফে’র কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও সংবর্ধিত অতিথি আবদুর রউফ ভুট্টো, লায়ন জানে আলম, সেলিম উদ্দিন, মোহাম্মদ হারুন, জামাল হোসেন, অধ্যক্ষ জেসমিন আক্তার, আবু বক্কর হারুন, রিদুয়ানুল আলম, রিনা আক্তার, আয়েশা আক্তার ও লাভলী ডিউ প্রমুখ।

- Advertisement -islamibank

সংবর্ধিতরা প্রধান অতিথির হাত থেকে হিউম্যান রাইটস ফোরাম সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী বলেন, গুণীজনকে সম্মানিত করলে সে সমাজে গুনীজনের জন্ম হয়। প্রতিটি ভাল কাজের স্বীকৃতিস্বরূপ এরকম সম্মান পেলে মানুষ আরো নানা রকম সেবামুলুক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে বেশি উৎসাহী হয়। আজ দুই গুণীজনকে সম্মানিত বাংলাদেশ মানবাধিকার ফোরামের সকলকে আমি ধন্যবাদ জানাই।

এভাবে সমাজের প্রতিটি ভাল কাজ যারা করেন তাদেরকে সম্মানিত করার মধ্য দিয়ে উৎসাহী করলে আরো শত গুণ শক্তি বৃদ্ধি পেয়ে অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।

জেএন/এফও/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM