আবুল খায়ের টোবাকোর ডিলারের দোকান ডাকাতি, ৪ ডাকাত ধরা

৫ জানুয়ারি আবুল খায়ের টোবাকো কোম্পানীর ফটিকছড়ি জোনের ডিলারের দোকানে হানা দেয় ডাকাতের দল। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে ডিলারকে। পরে দোকান থেকে প্রায় ১ লাখ আবুল বিড়ি, ৭৮ হাজার ম্যারিজ সিগারেট, ২ লাখ টাকা নিয়ে যায় তারা। সিনেমা স্টাইলের এ ডাকাতির ঘটনায় জড়িত ৮ ডাকাতের মধ্যে ৪ জনকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং ও হালিশহর এবং কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

- Advertisement -

এরা হলেন- কুমিল্লার দাউদকান্দির বেলানগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ডাকাত সরদার মো. মামুন (৩৪), তার সহযোগী আলী (৩৮), রাসেল(২৫) ও এনায়েত উল্লাহ ওরফে শান্ত (২৮)।

- Advertisement -google news follower

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত ৫ জানুয়ারির ডাকাতির ঘটনায় ভুজপুর থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত করে র‌্যাব। পরে চট্টগ্রামের হালিশহর, ডবলমুরিং ও কুমিল্লায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করা হয়।

- Advertisement -islamibank

তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির সাত হাজার ৮০০ শলাকা ম্যারিজ সিগারেট ও ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার তারা বলেছে,তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রীয় সদস্য।

মূলত তারা ওই রাতে বাজারের নাইটগার্ডের হাতমুখ বেঁধে অস্ত্রের মুখে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করেছিল।

গ্রেফতারের পর আজ সকালে ভূজপুর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ