‘দৈনিক পত্রিকা’র অনুমোদন নিয়েও যারা প্রতিদিন পত্রিকা প্রকাশ করেন না, তাদের ডিক্লারেশন বাতিলে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এরই মধ্যে এ ধরনের ১০০ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
রবিবার (১২ ফেব্রয়ারি) বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী একথা জানান।
এসময় তিনি বলেন, ‘ডেইলি পত্রিকা’র অনুমোদন নিয়েও যারা প্রতিদিন পত্রিকা বের করেন না, শুধু যেদিন বিজ্ঞাপন পায় সেদিনই ছাপানো হয়; এ ধরনের পত্রিকার ডিক্লারেশন বাতিলে কাজ করছে তথ্য মন্ত্রণালয়।’
দেশের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির কোনও আগ্রহ নেই; মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির আসলে এই দেশটা নিয়েই কোনও আগ্রহ নাই। তাদের সব আগ্রহ তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা এবং খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। তাই তাদের এ ধরনের মন্তব্য নিয়ে ভাবছেনা সরকার।’
তিনি বলেন, ‘বিএনপি পদযাত্রার নামে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিলো। কিন্তু সরকারের সজাগ দৃষ্টির জন্য তা পারেনি তারা।’
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে একজন অসাধারণ মানুষকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিয়েছে। ২২তম রাষ্ট্রপতির জন্য মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিন চুপ্পু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার যে অবদান সেটা অবিস্মরণীয়। পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে এবং দুর্নীতি যে হয় নাই, সে সময় দুদকের কমিশনার হিসেবে অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। তিনি মাঠের রাজনীতিতেও নিজের মেধার পরিচয় দিয়েছেন।’
জেএন/এমআর