ফিফা বর্ষসেরা একাদশের প্রাথমিক তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা একাদশের জন্য প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। সোমবার এ তালিকা প্রকাশ করা হয়। এতে অন্যদের মধ্যে রয়েছেন— মেসি, নেইমার, রোনাল্ডো, লুকা মদরিচ ও করিম বেনজেমা। নাইনটি মিনিটস ডটকম এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুজনকেই এই বছরের ফিফাপ্রো বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। ২০০৭ সাল থেকে বিগত ১৫ বছরের প্রত্যেকটি চূড়ান্ত একাদশে ছিলেন তারা।

- Advertisement -google news follower

ফরোয়ার্ডদের তালিকায় মেসি ও রোনাল্ডোর পাশাপাশি রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, এরলিং হালান্ড, করিম বেনজেমা, নেইমার এবং রবার্ট লেভানদোভস্কি। কাতার বিশ্বকাপ জেতার গৌরব অর্জনের পর আর্জেন্টিনার হয়ে সর্বকালের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মেসিকে এ বছরের ব্যালন ডিঅর পুরস্কার জয়ের জন্য ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি পারতেন তা হলে ২০২২ সালটা ক্যারিয়ার থেকে মুছে দিতেন। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডে রীতিমতো দুঃস্বপ্নের মতো সময় কাটিয়েছেন তিনি। শুধু ক্লাব নয়, জাতীয় দলেও ছিলেন একেবারেই ব্যর্থ। বিশ্বকাপেও কিছু করতে পারেননি। তবে ফিফপ্রো বিশ্ব একাদশে ঠিকই রয়েছেন তিনি। অথচ নাম নেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ভিনিসিয়ুস জুনিয়রের।

- Advertisement -islamibank

ফিফপ্রোর তালিকা

গোলরক্ষক
অ্যালিসন বেকার (লিভারপুল/ব্রাজিল)
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)
থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)

ডিফেন্ডার
জোয়াও কনসালো (ম্যানচেস্টার সিটি/বায়ার্ন মিউনিখ/পর্তুগাল)
আলেফানসো ডেভিস (বায়ার্ন মিউনিখ/কানাডা)
আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস)
জোসকো গেভারডিলো (আরবি লাইপজিগ/ক্রোয়েশিয়া)
থিয়াগো সিলভা (চেলসি/ব্রাজিল)
থিও হার্নান্দেজ (এসি মিলান/ফ্রান্স)
অ্যান্তোনিও রুডিগার (চেলসি/রিয়াল মাদ্রিদ/জার্মানি)

মিডফিল্ডার
জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড/ইংল্যান্ড)
লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
ক্যাসিমিরো (রিয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার ইউনাইটেড/ব্রাজিল)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম)
গাভি (বার্সেলোনা/স্পেন)
এনজো ফার্নান্দেজ (রিভার প্লেট/বেনফিকা/চেলসি/আর্জেন্টিনা)
পেদ্রি (বার্সেলোনা/স্পেন)
ফেডেরিক ভালভার্দে (রিয়াল মাদ্রিদ/উরুগুয়ে)

ফরোয়ার্ড
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স)
করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি/নরওয়ে)
ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড/আল নাসরে/পর্তুগাল
রবার্ট লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা/পোল্যান্ড)
লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা)
নেইমার জুনিয়র (পিএসজি/ব্রাজিল)

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM