বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে আ’ লীগের প্রার্থী রাজা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের শূন্য চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম রাজা।

- Advertisement -

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি রাজাকে দলীয় প্রার্থী মনোনীত করেছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী।

- Advertisement -google news follower

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা। তাকে গত বছরের ১০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে ১০ ফেব্রুয়ারি থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ১৩ ফেব্রুয়ারি ছিল দলীয় মনোনয়ন জমাদানের শেষ দিন। দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

- Advertisement -islamibank

দক্ষিণজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী ৮ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বুধবার পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুনছুর আলম, মো. ইউনুচ, শফিউল আলম ও কাজী আয়েশা ফারজানা।

এর মধ্যে ৭জন উপজেলা নির্বাচন অফিস থেকে ও ২ জন জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ি ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ মহিলা ভোটার রয়েছেন।

উল্লেখ্য বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত বছরের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।

জেএন/পূজন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM