‘চতুর্থ শিল্পবিপ্লবের সূচনা হতে পারে তরুণদের হাত ধরেই’

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ বলেন, এখন আমরা প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। মানবসভ্যতার ইতিহাসে তিনটি শিল্পবিপ্লব বিশেষ অবদান রেখেছে। চতুর্থ শিল্পবিপ্লব হয়তো মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই আসবে।

- Advertisement -

সম্প্রতি সিআইইউতে আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় আগামির চ্যালেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।
নগরের জামালখানে সিআইইউ ক্যাম্পাসের অ্যামেরিকান কর্নারে বিজনেস স্কুল এই কর্মশালার আয়োজন করে। এতে বিবিএ প্রোগ্রামের কৌশলগত ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অ্যামেরিকান কর্নারের কর্মকর্তারা অংশ নেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM