বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন যারা

রোমাঞ্চকর ফাইনালে সিলেটকে হারিয়ে বিপিএলের শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের এবারের আসরে ব্যাটারদের পাশাপাশি বোলারদের সাফল্যও আকাশচুম্বি। অভিজ্ঞ অনেক বোলার ব্যর্থ হলেও নজর কেড়েছেন তরুণরা। চলুন এক নজরে দেখে নেই বিপিএলের নবম আসরের সেরা ৫ বোলারের তালিকায় কারা আছেন।

- Advertisement -

শীর্ষ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে আছেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। কুমিল্লার চতুর্থ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই স্পিনার। বাঁহাতি এই স্পিনার ৬.৩৬ ইকোনমিতে এবারের বিপিএলে ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন।

- Advertisement -google news follower

তালিকায় দুইয়ে আছেন রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। ৭.৯৮ ইকোনমিতে ১৪ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন হাসান। যদিও এমন দুর্দান্ত বোলিং করেও দলকে ফাইনালে তুলতে পারেননি। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটের কাছে ১৯ রানে হেরে বিদায় নেয় রংপুর।

তালিকার তিন নম্বরে আছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। ৬.৮১ ইকোনমিতে ১২ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন তিনি। ২০ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। এবারের বিপিএল ব্যাট হাতেও দুর্দান্ত সময় পার করেছেন নাসির।

- Advertisement -islamibank

চতুর্থ অবস্থানে আছেন রংপুর রাইডার্সের বোলার আজমতউল্লাহ ওমরজাই। ৭.১৭ ইকোনমিতে ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন এই আফগান বোলার। রংপুরের প্লে-অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তালিকার ৫ নম্বরে আছেন সিলেটের পেসার রুবেল হোসেন। ফাইনালে খরুচে রুবেল ৮.৫২ ইকোনমিতে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। যদিও কম্বিনেশনের মারপ্যাচে বেশকিছু ম্যাচে একাদশেই সুযোগ পাননি রুবেল।

নাসির-তানভীররা নিজেদের বল হাতে প্রমাণ করলেও জাতীয় দলের তারকা বোলার মুস্তাফিজুর রহমান এবারের আসরে ছিলেন অনেকটাই বিবর্ণ। যদিও গত বিপিএলে কুমিল্লার শিরোপা জয়ে মোস্তাফিজের অবদান ছিল অসামান্য।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM