কক্সবাজারের ভারুয়াখালী-খুরুশকুল সেতুর নিমার্ণ কাজের উদ্বোধন

কক্সবাজারে ৩০ কোটি টাকা ব্যয়ে ৩৯২ মিটার দীর্ঘ ভারুয়াখালী-খুরুশকুল সেতু নির্মিত হচ্ছে। রোববার (৪ নভেম্বর) বিকেলে সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভারুয়াখালী দারুল উলুম মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল ।

- Advertisement -

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, দেশবাসী বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়নের সুফল ভোগ করছে। ব্যাপক উন্নয়নের পাশাপাশি ইসলামী দ্বীনি শিক্ষার প্রসার, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়ন করায় এদেশের সর্বস্তুরের মানুষ আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বিগত ১০ বছর যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা পরবর্তী সব সরকার মিলেও করতে পারেনি। তাই উন্নয়নের মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, বর্তমান সরকার মানুষকে লোডশেড়িং এর যন্ত্রনা দেয়নি। উল্টো দেশের আনাচে-কানাচে বিদ্যুৎ লাইন স্থাপন করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। গ্রামের সড়কগুলো এখন পাকা করে সৌর বিদ্যুৎ এর আলোয় আলোকিত করা হয়েছে। দরিদ্র মানুষের দূঃখ লাঘবে প্রতিটি এলাকায় সরকারি উদ্যোগে বিক্রি করা হচ্ছে ১০ টাকা দামের চাল। ভিক্ষুক এবং বসতিহারা লোকজনকে দেয়া হচ্ছে আবাসস্থল। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেন, সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল মাবুদ, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, কক্সবাজার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরামুল হুদা, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ।

- Advertisement -islamibank

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM