পাঠাগারকে ডিজিটাল করতে হবে: এম এ সালাম

হাটহাজারীর এনায়েতপুর গণপাঠাগার ও সমাজ কল্যান কেন্দ্রের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উৎসব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সংগঠনের সভাপতি জাফর উল্লাহ খানের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

- Advertisement -google news follower

এম এ সালাম বলেন, পাঠাগার মানে পাঠাগারে গিয়ে শুধু বই পড়া নয়। এটার অন্তর্নিহিত অনেক বিষয় আছে। পাঠাগারের মধ্যে আরো অনেক শিক্ষা আছে। পাঠাগার সম্পর্কে মনিষীরা বলেছেন শরীরের অসুখ হলে হাসপাতালে যাবে আর মনের অসুখ হলে পাঠাগারে যাবে। কিন্তু কনসেপ্ট এখন পরিবর্তন হয়েছে। শত বছরের কোন বিষয় জানতে হলে পাঠাগারে যেতে হয়না। ঘরে বসে গুগুলে সার্চ করলেই সাথে সাথে পেয়ে যাচ্ছে। এ কারণেই পাঠাগারের সাথে নতুন কিছুর সংযোজন না করলে সগৌরবে দীর্ঘদিন যাবৎ ধরে রাখা
কঠিন হবে। তাই যুগের সাথে তাল মিলাতে এনায়েতপুর পাঠাগারকে ডিজিটাল করতে হবে। ডিজিটাল ল্যাব বসাতে হবে। ডিজিটাল লেখাপড়া শেখানোর ব্যবস্থা হবে। টেকনিক্যাল লেখাপড়া লাগবে। এম এ বি এ পাশ করে চাকরী পাবেনা যতক্ষণ না ডিজিটাল জ্ঞান অর্জন না করে।

সংগঠনের সভাপতি মো. জাফর উল্লাহ খাঁনের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর জামান। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মঈন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

- Advertisement -islamibank

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM