দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করতেন টেকনাফের ডেইল পাড়ার তমিম গোলালের ছেলে হাফেজ উল্লাহ (৬৩)। অবশেষে ১৯ ফেব্রুয়ারি র্যাব সদস্যদের হাতে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা নিয়ে সে ধরা পড়েন।
র্যাব-৭ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাঁদের কাছে গোপন সংবাদ ছিল একজন মাদক কারবারি বাসযোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় একটি বাস তল্লাশীকালে গাড়ি হতে নেমে সু-কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা মোঃ হাফেজ উল্লাহকে গ্রেফতার করেন। পরে দেখানো মতে বাসের মালামাল রাখার সাইডবক্সের ভিতরে রক্ষিত তাঁর ট্রলি ব্যাগের ভেতর হতে ইয়াবাগুলো উদ্ধার করেন। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
তাঁর বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেএন/এফও/এমআর