গাঁজার বিজ্ঞাপন দেয়া যাবে টুইটারে

গাঁজা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপন প্রচারের অনুমতি দিয়েছে টুইটার। এক ব্লগ পোস্টে টুইটার যুক্তরাষ্ট্রে গাঁজা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ অনুমোদন দেয়ার কথা জানিয়েছে।

- Advertisement -

টুইটারের বরাতে পলিটিকো ও ফরচুনের খবরে বলা হয়, গাঁজা কোম্পানিগুলোকে বিজ্ঞাপন দেয়ার অনুমতি দেয়া হবে, যদি তাদের যথাযথ লাইসেন্স থাকে। এ জন্য অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাদের।

- Advertisement -google news follower

এদিকে সমালোচকরা বলছেন, ঘোষণাটি এমন সময় এলো যখন ফেসবুক, টিকটকসহ অন্যান্য মাধ্যমগুলো ‘নো গাঁজা বিজ্ঞাপন নীতি’ অনুরসণ করছে। বুধবারের ওই খবরে (১৫ ফেব্রুয়ারি) ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে গাঁজা নিষিদ্ধ দেশগুলোতে যার ঝড় প্রবল বলা যাচ্ছে।

টুইটারের পক্ষ থেকে আরও জানানো হয়, কেবল মাত্র লাইসেন্সপ্রাপ্ত এলাকাগুলোকে টার্গেট করে বিজ্ঞাপন দেয়া হবে। তবে গুরুত্বপূর্ণভাবে বিষয় হলো ২১ বছরের কম বয়সীদের টার্গেট করে বিজ্ঞাপন দেয়া হবে না।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM