পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী বিসিএস পুলিশ ক্যাডারের এ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার তাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে, তবে বিসিএস ক্যাডারের কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে এ বিষয়ে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।
জেএন/এমআর