চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম’র কারখানায় বিদেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ লোহার মধ্যে মর্টার সেল পাওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারআউলিয়াস্থ বিএসআরএম কারখানা থেকে মর্টার শেল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএসআরএম কোম্পানির সহকারী ম্যানেজার আবু ইউছুফ সীতাকুণ্ড মডেল থানায় জিডি করেছেন বলে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, রড প্রস্তুতের জন্য বিদেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ লোহার মধ্য থেকে দুইটি মর্টার শেল পাওয়া গেছে।
খবর পেয়ে চট্টগ্রাম বোম ডিসপোজাল টিম ও পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে অবিস্ফোরিত মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করায় কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
জেএন/পিআর