কর্ণফুলী তীরের শত কোটি টাকা খাস জমি উদ্ধার

কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-৬৩০৬/২০১০ এর ১৬/০৮/২০১৬ খ্রি. তারিখের আদেশের আলোকে এ অভিযান চালানো হয়।

- Advertisement -

এ অভিযানে নদী তীরবর্তী প্রায় ছয় একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় শত কোটি টাকা।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নু-এমং মারমা মং, সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল রাজীব হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি), আগ্রাবাদ সার্কেল গালিব চৌধুরী উপস্থিত ছিলেন। অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ অংশ নেন।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা থেকে শুরু হওয়া এ অভিযানে নদী তীরবর্তী প্রায় ছয় একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় শত কোটি টাকা। বাংলাবাজার পিএস শিপিং হতে উচ্ছেদ অভিযান শুরু হয়ে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সদরঘাট সাম্পান ঘাটে গিয়ে অভিযান শেষ হয়।

- Advertisement -islamibank

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই পাহাড় ও নদীসহ সরকারি খাস জমি রক্ষার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM