সাজেকে খাদে পর্যটকবাহী জীপ,একজনের মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে চাঁদের গাড়ি (জীপ) খাদে পড়ে ঘটনাস্থলেই এক পর্যটক নিহত ও আরও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) বিকেল পাঁচটার দিকে খাসরাং রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

জানা গেছে, নিহত পর্যটক ফারদিন হাছান বিশাল (৩৫) ঢাকার শ্যামপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এসময় আরও সাত পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -google news follower

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, বিকেলে কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়।

এসময় গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক বিশালের মৃত্যু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

- Advertisement -islamibank

ওসি আরও জানান, এখনও উদ্ধার তৎপরতা চলছে এবং বাকী পর্যটকদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM