ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এই আদেশ দেন।
জামিন আবেদনে মইনুলের আইনজীবী ছিলেন সানাউল্লাহ মিয়া। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করেন।
প্রসঙ্গত, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর গুলশান থানার ওই মামলায় মইনুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২৪ অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য সুমনা আক্তার লিলি।
জয়নিউজ/জুলফিকার