চট্টগ্রামে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে নেতা-কর্মীদের ভিড়ের চাপে কাচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। আজ শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ দূর্ঘটনা ঘটে।
শনিবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম মোছলেম উদ্দিন আহমদের স্মরণে সভা আয়োজন করা হয়েছিল।
স্মরণ সভা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে যখন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষনেতারা বের হচ্ছিলেন, তখন নেতা-কর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে।
দরজা ভেঙে পড়লে ওবায়দুল কাদের বেঁচে গেলেও তা পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের উপর।
একই সময় আ জ ম নাছির উদ্দিন ছাড়াও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আ জ ম নাছিরর উদ্দিনের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল দত্ত বলেন, মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসা নিতে আ জ ম নাছিরকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে মাথায় সেলাই শেষে চিকিৎসকের পরামর্শে রাতেই তিনি নিজ বাসায় চলে আসেন।
জেএন/এফও/পিআর