সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ৫ জনের পরিচয় মিলেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ছয়জনের মধ্যে ৫ জনের পরিচয় মিলেছে। এ ঘটনায় আহত অন্তত ২২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন- সীতাকুণ্ডের জাহানাবাদ ভাটিয়ারির কদম রসুল এলাকার ইসমাইল হোসেনের পুত্র শামছুল আলম (৫৬), সীতাকুন্ডের বিএমএ গেটের বানু বাজারের আবুল বাসার মিয়ার পুত্র মোহাম্মদ ফরিদ (৩৬),
নেত্রকোনার কলমাকান্দ থানার ছোট মনগড়া এলাকার চিকি রোঙ্গী লখরেটের পুত্র রতন লখরেট (৪৫), নোয়াখালীর মাইজদী থানার অলিপুরের মকবুল আহমেদের পুত্র মোঃ আবদুল কাদের (৫৮), অজ্ঞাত পুরুষ (৩০) ও লক্ষীপুরের কমল নগর থানার চরলরেব্জের মুহিদুল হকের পুত্র মোঃ সালাউদ্দিন (৩৩)।

- Advertisement -google news follower

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ১১ টায় চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে ওই প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

- Advertisement -islamibank

স্থানীয়রা জানান, বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM