কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৫ মার্চ) বিকেল তিনটার দিকে ক্যাম্পের ডি ব্লকের ৯, ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরও ছয়টি ইউনিট রামু থেকে ঘটনাস্থলে যাচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা। তিনি জানান, বাতাস বেশি থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেছে।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।
আপাতত আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে। কবলিত স্থান থেকে মানুষ ও মালামাল সরানো হয়েছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জেএন/পিআর