চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর লিখিত এ আবেদনটি গ্রহণ করেছে রেজিস্ট্রার অফিস।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।
অব্যাহতির বিষয়টি জানতে চেয়ে যোগাযোগ করা হলে সহকারি প্রক্টর মরিয়ম ইসলাম আবেদন করার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তবে আবেদনে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও অব্যাহতির বিস্তারিত জানতে চাইলে তিনি কোন প্রকারে মুখ খোলতে রাজি হননি।
সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ জুলাই সহকারী প্রক্টর হিসেবে মরিয়ম ইসলাম কে নিয়োগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে তিনি যোগদান করেছিলেন।
জেএন/এমআর