গুলিস্তানে বিস্ফোরণ: উৎসুক জনতায় বাধাগ্রস্ত উদ্ধার কাজ

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -

বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিস্পোজাল ইউনিট। এরই মধ্যে তারা কাজ শুরু করেছে। হতাহতদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র‍্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছে।

- Advertisement -google news follower

তবে উৎসুক জনতার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান। হাজার হাজার মানুষ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তাদের কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো ঠিকভাবে কাজ করতে পারছেন।

বিস্ফোরণস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। তবে এসব অ্যাম্বুলেন্স হতাহতদের নিয়ে বের হতে বেগ পোহাতে হচ্ছে উৎসুক জনতার ভিড়ের কারণে।

- Advertisement -islamibank

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে।

এতে পাশাপাশি থাকা একটি সাত তলা ও একটি পাঁচ তলা ভবনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভবনটির সবগুলো তলার জানালার কাচ উড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় স্যানেটারি দোকান এবং উপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস। এ ঘটনায় ওই ভবনের পাশের ৭ তলা সেনেটারি মার্কেট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ভয়াবহ বিস্ফোরণে এরই মধ্যে ১৬ জন নিহত হবার খবর এসেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহত হয়েছেন ১২০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও ঢাকা মেডিক্যাল কর্তৃপক্ষ।গুলিস্তান, বিস্ফোরণ, উৎসুক বাধাগ্রস্ত

ঢামেকে ভিড়,আহাজারিতে ভারি পরিবেশ : মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সরেজমিন ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের বহির্বিভাগ ঘুরে দেখা গেছে, রোগী নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে।

রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। সময়ের সঙ্গে এ ভিড় আরও বাড়ছে।

স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতালের জরুরি বিভাগের সামনের পরিবেশ। হাসপাতালের কর্মকর্তারা তাদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।গুলিস্তান, বিস্ফোরণ, উৎসুক বাধাগ্রস্ত

ভবনের ভেতরে হতাহতদের খুঁজে চলেছে কমকল কর্মীরা : ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কি না, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনটির ভেতরে আরও আহত কেউ আটকা পড়েছে কি না, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM