‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা শহরের টঙ রেস্টুরেন্ট ও
কনভেনশন সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ ওমর ফারুখের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিভাগীয় সমন্বয়ক সবিনয় দেওয়ান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও বিভাগীয় সমন্বয়ক রণজিৎ কুমার ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম দিদারুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির হোসেন নয়ন, মহিলা বিষয়ক সম্পাদক মল্লিকা বডুয়া, চট্টগ্রাম মহানগর সভাপতি নিপক লালা, সাধারণ সম্পাদক আজাদ ইকবাল পারভেজ, রাঙামাটি সদর উপজেলা সাধারণ সম্পাদক নাজির আহমেদ তালুকদার প্রমুখ।
প্রথম অধিবেশনে বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে প্রধান শিক্ষক সমিতির ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জয়নিউজ/সবুজ/আরসি