মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে আরও ২ কোটি ৬০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ এই অঞ্চলের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পেছনে এই অর্থ খরচ করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) দেশটি নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, নতুন এই আর্থিক প্যাকেজের মাধ্যমে মানবিক কাজে আমাদের অংশীদাররা বার্মা (মিয়ানমার) ও বাংলাদেশ সীমান্তের দুই পাশে অবস্থান করা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের (রোহিঙ্গা) মানুষের জীবন রক্ষায় সহায়তা চালিয়ে যেতে পারবে।
এ তহবিল ঘোষণার মধ্য দিয়ে ২০১৭ সালে আগস্ট থেকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ২১০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা।
এদিকে মঙ্গলবারই জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক চাহিদাগুলো পূরণে তাদের ৮৭ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বেশির ভাগই অবস্থান করছে বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে। এই সংখ্যাটা ১১ লাখের বেশি।
তাদের সিংহভাগই ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর চরম নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল।
জেএন/এমআর