চট্টগ্রামের মিরসরাইয়ে ২ হাজার ২০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ ড্রাইভার হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার (৮ মার্চ) সকালে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতার দুই রোহিঙ্গা নাগরিক কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ক্যাম্পের আব্দুল হাকিমের ছেলে নুরুল ইসলাম লালু (২৩) ও সৈয়দুল আমিনের পুত্র মো. নুরুল আমিন (৩১)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ ড্রাইভার হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
এসময় সন্দেহভাজন দুই রোহিঙ্গা নাগরিককে আটকের পর তাদের শরীরে তল্লাশি চালালে ২ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬ হাজার টাকা।
ওসি আরও বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো ঢাকার বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে বলে আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এই ঘটনায় মিরসরাই থানায় মামলা নং-০৫ দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেএন/জাবেদ/পিআর