বোয়ালখালীতে বাল্য বিয়ে ঠেকালেন এসিল্যান্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে ১৫ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন এসিল্যান্ড মো.আলাউদ্দিন।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার মধ্যম করলডেঙ্গায় অভিযান চালিয়ে এ বিয়ের আয়োজন বন্ধ করেন তিনি।

- Advertisement -google news follower

কনে স্থানীয় গাউছিয়া তৈয়বিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ে।

সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন জানান, ৮ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে তা বন্ধ করা হয়েছে। বাল্য বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের পরিবারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

এসময় উপস্থিত কনের অভিভাবকদের বাল্য বিয়ের কুফলে সম্পর্কে বোঝানো হয়।

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM