রমজানে দ্রব্যমূল্য নতুন করে বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্যে নতুন করে বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাজার মনিটরিংয়ের জন্য র‍্যাব, পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন।

- Advertisement -

আজ শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর পুলিশ লাইন অডিটোরিয়ামে রোটারী ক্লাব অফ উত্তরা আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

মন্ত্রী বলেন, ‘রমজান মাস আসার আগেই সবাই একসঙ্গে বাজারে হুমড়ি খেয়ে পড়বেন না। কারণ পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে।

কেউ যদি মনে করেন, সবকিছু একবারে কিনে জমিয়ে রাখবেন, তাহলে চাপ পড়ে যায়। সব কিছু পর্যাপ্ত মজুদ আছে, তাই দাম বাড়ার কোনও কারণ নেই।

- Advertisement -islamibank

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, রোটারী ক্লাব অব উত্তরার সভাপতি সামছুল করিম রুকু ও প্রেসিডেন্ট খন্দকার আবিদ হোসেন প্রমুখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM