নয় ঘন্টা ধরে আগুনে জ্বলছে সীতাকুণ্ডের তুলার গোডাউন

চট্টগ্রামের সীতাকুণ্ড ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন নয় ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি। কখন আগুন নিয়ন্ত্রণে আসতে পারে সেটিও নিশ্চিত করে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

- Advertisement -

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -google news follower

আজ শনিবার সকাল সোয়া ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকায় লোকমানের মালিকানাধীন ইউনোটেক্সের কাছে ভাড়ায় চালিত তুলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ডের ইউনিটেক্স কোম্পানির ভাড়াকৃত গুদামের টিনের চালে ওয়েল্ডিংয়ের কাজ করছিল শ্রমিকরা। এ সময় আগুনের স্ফুলিঙ্গ তুলার ওপরে পড়ে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে তারা।

- Advertisement -islamibank

ইউনিটেক্সের ব্যবস্থাপনা পরিচালক ফারহান আহম্মদ বলেন, ‘গুদামের পাশেই ন্যামসন কন্টেইনার ডিপো রয়েছে। আমরা এটি নিয়ে শঙ্কিত ছিলাম। গুদামে আমাদের প্রায় তিন হাজার টন তুলা ছিল। আমাদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে আরো দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করছেন দমকল কর্মীরা।

সন্ধ্যা ৭টার সময় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, আগুন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড, কুমিরা, আগ্রাবাদ, বায়েজিদ ফায়ার সার্ভিসসহ মোট ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পানিসংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, আগুন নেভাতে গিয়ে আশপাশের সব জলাশয়ের পানি শেষ হয়ে গেছে। পরবর্তীতে কিছুটা দূরের আরেকটি জলাশয় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

তুলার আগুন নেভানো কষ্ট। জায়গা মতো পানি না পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর। আমরা যে পানিগুলো দিচ্ছি সেগুলো টিনের উপরেই পড়ছে। চেষ্টা করছি ভেতরে পানি দেওয়ার জন্য। আগুনের তীব্র তাপের কারণে সামনে গিয়ে পানি দেওয়া কষ্টকর হয়ে পড়েছে।

স্থানীয়দের বরাতে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন গ্যাসে সিলিন্ডার দিয়ে কাটিয়ের কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ তুলাতে গিয়ে পড়লে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

এর আগে, চার মার্চ (শনিবার) বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM