চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।
এর বাইরে আরও দুজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়াসহ প্রক্টরিয়াল টিমের ছয় সদস্যসহ বিভিন্ন পর্ষদ থেকে ১৬ সদস্যের পদত্যাগের পর দেড়টার দিকে তিনজনকে নিয়োগ দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, ‘একজন প্রক্টর ও দুইজন সহকারী প্রক্টরকে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।’
সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রোকন উদ্দিন ও ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের প্রভাষক সৌরভ সাহা জয়।
প্রক্টরসহ অন্যদের পদত্যাগের বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘এতদিন তারা নিজের দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন। এখন অ্যাকাডেমিক, পারিবারিক সমস্যা তথা ব্যক্তিগত কারণ জানিয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।’
জেএন/এমআর