রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবার রেললাইনে আবারও আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছেন। এতে রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলার বিভাগের সামনে রেললাইনে আগুন দেন আন্দোলকারীরা।
পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাবি শিক্ষার্থীদের দেওয়া আগুনের কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পেলে ট্রেন যোগাযোগ আবারও চালু করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর এখন পর্যন্ত ৪টি ট্রেন আটকা পড়েছে। যাত্রীরা চাইলে ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।
এর আগে শনিবার (১১ মার্চ) রাত ১১টার দিকে রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। এরপর প্রশাসনের হস্তক্ষেপে রাত ৩টার দিকে শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল।
জেএন/এমআর