খাগড়াছড়ির রামগড়ে রোববার (৪ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ও সি আই জি ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি) প্রজেক্টের আওতায় ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জয়নিউজকে বলেন, ৩০টি কৃষক সমিতির মোট ৯০০ জনকে পযার্য়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ (রোববার) ৬০ জন প্রশিক্ষণ নিয়েছেন। কৃষক ও কৃষিবান্ধব নানামুখি প্রোগ্রামের আওতায় বিনামূল্যে সার, বীজ, কৃষি উপকরণ প্রদান ও কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহারসহ নানা বিষয় আলোচনা হয় প্রশিক্ষণ পর্বে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের উপকারিতা প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে বোঝানো হয়।
কৃষি প্রণোদনা প্যাকেজের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার আলী ফিরোজ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রশিক্ষণ প্রদান করেন।
জয়নিউজ/শহীদ