চট্টগ্রাম নগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মোজাহিদ (৩২) নামের ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছেন।
সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার বন্দর টোল রোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সিএমপির বন্দর জোনের ট্রাফিক সার্জেন্ট মো. নাজমুল জানান, রাতে ডিউটি শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে টোল রোডে দ্রুতগতির প্রাইভেটকার সার্জেন্ট মোজাহিদকে চাপা দেয়। স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত সার্জেন্ট মুজাহিদ চৌধুরী চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এসআই নুরুল আলম আশিক জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেটকার চাপা পড়ে আহত পুলিশ সার্জেন্ট মো. মোজাহিদকে হাসপাতালে আনা হলে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।
সিএমপির বন্দর ট্রাফিক জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মুজাহিদের স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। আগামী মাসেই তিনি সন্তান প্রসব করবেন বলে চিকিৎসক সম্ভাব্য তারিখ জানিয়েছেন।
‘প্রিয় সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন মুজাহিদ। সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে প্রাণ হারাতে হলো তাকে। আমি জানি না তার স্ত্রীকে কী বলে সান্ত্বনা দেবো’, যোগ করেন তিনি।
এর আগে ২০১৯ সালের ১৭ অক্টোবর বন্দর জোনের আরেক ট্রাফিক সার্জেন্ট বকশী মোহাম্মদ আবদুল্লাহ (৩০) কর্মরত অবস্থায় কাভার্ড ভ্যানের চাপায় একই সড়কে নিহত হন।
জেএন/এমআর