হজ প্যাকেজের দাম কমাবে না সরকার

হজ প্যাকেজের দাম কমাবে না সরকার। নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ। এ পর্যন্ত কোটা বাকি ২৩ হাজার ৫৮৯ জনের, জানিয়েছেন ধর্মমন্ত্রণালয়ের উপসচিব।

- Advertisement -

এর আগে, গত ৭ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধনের বর্ধিত সময় ১৬ মার্চ পর্যন্ত করা হয়েছিলো।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, এরপর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২৩ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। তবে সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় ২৩ হাজার ৫৮৯ জন যাত্রী কম যাবে।

এ বছর সরকারিভাবে হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৫ টাকা। বেসরকারিভাবে ধরা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM